কলকাতায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, এসটিএফের জালে মালদার ২ যুবক

এপ্রিল মাসে রামনবমী রয়েছে। পুলিশ প্রাথমিত তদন্তে জানতে পেরেছে সেদিন অশান্তি সৃষ্টি করতেই এই আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল।

Must read

কলকাতায় (Kolkata) আবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশের সাহায্যে মাঝরাতে জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক, দুটি ভর্তি এবং একটি খালি কার্তুজ উদ্ধার করেছে। শুধু তাই নয়, বেআইনি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অভিযোগে দু’‌জনকে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় এই দুজনকে জেরা শুরু করা হয়েছে।

আরও পড়ুন-ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিকেশ ১৬ মাওবাদী, জখম ২ নিরাপত্তারক্ষী

এপ্রিল মাসে রামনবমী রয়েছে। পুলিশ প্রাথমিত তদন্তে জানতে পেরেছে সেদিন অশান্তি সৃষ্টি করতেই এই আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল। শহরের বুকে নাশকতা ঘটাতে পারলে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন উঠবে। তাই এমন পরিকল্পনা নেওয়া হয়েছিল। ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে বেশ কয়েকটি জায়গায় রামনবমীর দিন অস্ত্র দেখা গিয়েছিল। গোলামালের সময় গুলি পর্যন্ত চলেছিল। এবারও তেমন ছক ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-আজ লন্ডন থেকে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়

জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম মোবারক হোসেন ওরফে সাহেব শেখ এবং দ্বিতীয়জন আব্রাহিম শেখ। দু’জনেরই বাড়ি মালদার কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামে। দুই যুবককে তারপরই বেআইনিভাবে অস্ত্র মজুত করার অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতদের তল্লাশি করতেই অফিসারদের হাতে আসে দুটি ৭এমএম পিস্তল–সহ কার্তুজ। সূত্রের খবর,আরও পিস্তল তাদের কাছে আসার কথা ছিল। এই আগ্নেয়াস্ত্রগুলি অন্যত্র পাচার করার কথা ছিল। সেই কাজ করতে গিয়েই তারা এসটিএফের হাতে ধরা পড়ে যায়।

Latest article