শেখ হাসিনার বিদায়ের পর বেআইনি অনুপ্রবেশ বৃদ্ধি, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Must read

প্রতিবেদন: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) অপসারণের পরে ব্যাপকভাবে বেড়েছে ভারতে বাংলাদেশিদের বেআইনি অনুপ্রবেশের চেষ্টা। সংসদে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ কেন্দ্রের দাবি, এই অনুপ্রবেশের চেষ্টা রুখতে সদাসচেষ্ট সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি। ওপারে ভারত বিরোধী জিগির, সংখ্যালঘু বিদ্বেষ, অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও মৌলবাদী শক্তির তৎপরতা বাড়তে থাকায় এই অবস্থা হচ্ছে বলে মত কেন্দ্রের।

আরও পড়ুন-ডুপ্লিকেট এপিক কার্ড, তৃণমূলের চাপে মাথা নোয়াল মোদি সরকার

এই প্রসঙ্গে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দাবি, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এই এক বছরে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন ২৬০১ জন বাংলাদেশি নাগরিক৷ এর মধ্যে সবথেকে বেশি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) অপসারণের পরে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনার অপসারণের পরে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১৫৮৪ জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে গিয়ে এদেশের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছেন৷ এর মধ্যে সবথেকে বেশি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে গত বছরের অক্টোবরে৷ ওই এক মাসে সীমান্ত পার হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন ৩৩১ জন, সংসদে দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে৷ শেখ হাসিনার অপসারণের মাসে সীমান্ত পার হয়ে এদেশে ঢোকার চেষ্টার সময়ে ধরা পড়েন ২১৪ জন বাংলাদেশি নাগরিক৷

Latest article