দুর্গাপুরে অবৈধ মদের ব্যবসা, আটক বিজেপি নেতার বোন

ফের মদের কারবার শুরু হতেই বিজেপি নেতার ওই বোনের বাড়ি থেকে সেই মদ বের করে এলাকায় বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতৃত্ব।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : এক বিজেপি নেতার বোনের বাড়ি থেকে অবৈধভাবে বিক্রি হত মদ। আর মদের আসর বসত ওই বিজেপি নেতার গাড়ির গ্যারেজে। একাধিকবার এই অভিযোগ পেয়ে বেশ কয়েকবার পুলিশ এই কারবার বন্ধও করেছিল। ফের মদের কারবার শুরু হতেই বিজেপি নেতার ওই বোনের বাড়ি থেকে সেই মদ বের করে এলাকায় বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতৃত্ব। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোড এলাকায়।

আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডারের সেই ৫০ উপভোক্তা ফের কাছে দেখতে চান বহরমপুরের জায়ান্ট কিলার পাঠানকে

আটক বিজেপির মণ্ডল সভাপতি অতুল বাগদির বোন অঞ্জলি রুইদাস। ৮ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল আহ্বায়ক দীপক সিংয়ের অভিযোগ, ‘বিজেপির মণ্ডল সভাপতি অতুল বাগদির মদতে তাঁর বোন মদের অবৈধ কারবার চালাত। বেশ কয়েকবার পুলিশ বন্ধ করেছে কারবার। কিন্তু পুলিশের কোনও কথাকে গুরুত্ব না দিয়েই ফের চালু হয় এই কারবার। অতুল বাগদির গাড়ির গ্যারেজের ভেতরে মদ খেয়ে নানা অসামাজিক কাজ করত দুষ্কৃতীরা। আমরা সেই খবর পেয়েই প্রতিবাদে নেমেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে দেশিবিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। ওদের শাস্তির দাবি করছি।’

Latest article