সরকারি রাজস্বের ক্ষতি করে চলছে অবৈধ পার্কিং

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অবৈধ পার্কিংয়ে অভিযুক্তরা। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতারাও তৎপর হয়েছেন

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে ইন্দো-বাংলা সীমান্তে চ্যাংড়াবান্ধায় গড়ে উঠেছে অবৈধ পার্কিং। সরকারি পার্কিং থাকা সত্ত্বেও গায়ের জোরে অন্যের জমি দখল করে পার্কিং চালিয়ে যাচ্ছে স্থানীয় কিছু অসাধু যুবক। প্রতি গাড়ি থেকে পার্কিং ফি বাবদ আদায় হচ্ছে মোটা অংকের টাকা। এর ফলে প্রতি মাসে সরকারের ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে গাড়ি পারাপার করে এপার বাংলা ওপার বাংলার মধ্যে।

আরও পড়ুন-বর্ষার মুখে উত্তরবঙ্গ জুড়ে সেচ দফতরের উদ্যোগ, নদীবাঁধ মেরামতির কাজ

এই কারণে সেখানে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে পার্কিং ব্যবস্থা। মুখ্যমন্ত্রী রাজস্ব আয় বাড়াতে রাজ্যের প্রতিটি সীমান্ত এলাকাতেই গাড়ি পার্কিংয়ে তৈরি করে দিয়েছেন সরকারি পার্কিং ব্যবস্থা। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বেসরকারি পার্কিংয়ের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রীর এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চ্যাংড়াবান্ধা সীমান্তে জমি দখল করে বেসরকারি পার্কিং বানিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে স্থানীয় কিছু অসাধু জমিমাফিয়া। ব্যক্তিগত মালিকানার ফাঁকা জমি দখল করে চলছে এই ব্যবসা।

আরও পড়ুন-ডেঙ্গু নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর

রসিদ ছাপিয়ে প্রতিটি গাড়ি থেকে অবৈধভাবে ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। ঘটনায় জড়িত স্থানীয় কিছু যুবক। জমির মালিক ভাউরলাল পারেখ অভিযোগ করে বলেন, তাঁর অনুমতি ছাড়াই জমির একটা বড় অংশ দখল করে অবৈধ পার্কিং চালিয়ে যাচ্ছে স্থানীয় কিছু যুবক। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অবৈধ পার্কিংয়ে অভিযুক্তরা। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতারাও তৎপর হয়েছেন।

Latest article