প্যারিস, ১৩ অক্টোবর : আদর্শ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একই ক্লাবে না খেলার আফসোস রয়েছে। তবে কিলিয়ান এমবাপে (Kylian_Mbappe_Lionel_messi) নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন, আরেক মহাতারকা লিওনেল মেসির সঙ্গে পিএসজিতে দুটো বছর খেলার সুযোগ পেয়ে।
এক সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, ক্রিশ্চিয়ানো আমার আদর্শ। আমার কাছে এক নম্বর। ওঁর সঙ্গে খেলার সুযোগ না পেলেও পরামর্শ পেয়েছি। তবে মেসির পাশে খেলার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ সৌভাগ্য। এমনটা হবে, আমি কখনও ভাবিনি। কারণ আমি সব সময়ই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেছি। কখনও বার্সেলোনার হয়ে খেলার কথা ভাবিনি। মেসি যে বার্সেলোনা ছেড়ে পিএসিজিতে যোগ দেবেন, এটা ভাবতেই পারিনি।
আরও পড়ুন-লড়ল ওয়েস্ট ইন্ডিজ, জিতছে ভারত
এমবাপে (Kylian_Mbappe_Lionel_messi) আরও বলেছেন, মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছি। দুটো অসাধারণ বছর এক সঙ্গে কাটিয়েছি। মেসি অত্যন্ত বিনয়ী। সবাইকে সম্মান করেন। এটাও ওঁর কাছে থেকে শেখার মতো বিষয়।
২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হার নিয়েও মুখ খুলেছেন এমবাপে। ওই ফাইনালে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে কাপ জেতাতে পারেননি। তাঁর বক্তব্য, বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করব, স্বপ্নেও ভাবিনি। তবে দেশ হেরে যাওয়াতে মুহূর্তটা উপভোগ করতে পারিনি। খুব দুঃখ হয়েছিল। তবে কাপ আর্জেন্টিনার প্রাপ্য ছিল। কারণ ওরা পুরো ম্যাচেই দাপট দেখিয়েছিল। আমরা ম্যাচে বিক্ষিপ্তভাবে ভাল খেলেছিলাম। তবে যদি পুরো ম্যাচটা বিশ্লেষণ করেন, তাহলে বোঝা যাবে আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী বছর আরও একটা বিশ্বকাপ। চার বছর আগের ভুল আর এবার করতে চাইব না