নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : সর্বভারতীয় ফুটবল সংস্থার নতুন সাধারণ সচিব নিযুক্ত হলেন ডাঃ সাজি প্রভাকরণ। ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বে নতুন কার্যকরী কমিটির সদস্যরা শনিবার সকালে প্রথম বৈঠকে মিলিত হন রাজধানীর ফুটবল হাউসে। সেখানে সর্বসম্মতিক্রমে সাজিকে সচিব হিসেবে বেছে নেওয়া হয়। ফিফার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সহ-সচিব হয়েছেন সুনন্দ ধর। লিগ সিইও ছাড়াও ফেডারেশনে ডামাডোলের সময় ভারপ্রাপ্ত সচিব পদে ছিলেন সুনন্দ। নতুন সহ-সভাপতি এন এ হ্যারিস, কোষাধ্যক্ষ অজয় কিপা-সহ বেশিরভাগ কার্যকরী কমিটির সদস্য এদিন বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটিতে কো-অপ্ট করা ছয় ফুটবলারের মধ্যে একমাত্র বাইচুং ভুটিয়া ছিলেন না সভায়।
ফেডারেশনের নতুন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক আই এম বিজয়ন। ভারতীয় ফুটবল দলের কোচ নির্বাচন, জাতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনা করবে বিজয়নের নেতৃত্বাধীন কমিটি। তার আগে সুনীল ছেত্রীদের কোচ ইগর স্টিমাচের সঙ্গে চুক্তি নবীকরণের ব্যাপারটিও দেখবে বিজয়নদের কমিটি। টেকনিক্যাল কমিটির বাকি পাঁচ সদস্যও প্রাক্তন ফুটবলার। তাঁরা হলেন ক্লাইম্যাক্স লরেন্স, ইউজেনসন লিংডো, হরজিন্দর সিং, অরুণ মালহোত্রা এবং পিঙ্কি বোমপাল। আর এক প্রাক্তন ভারত অধিনায়ক সাব্বির আলি সর্বসম্মতিক্রমে এআইএফএফ-এর পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এদিনের বৈঠকে কার্যকরী কমিটির সকল সদস্যকে স্বাগত জানিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ বলেন, ‘‘এই প্রথম ৬ জন প্রাক্তন ফুটবলারকে কমিটিতে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। সকলে মিলে ভারতীয় ফুটবলের উন্নতিতে কাজ করতে হবে। সংস্থার কাজে ব্যক্তিগত ইগো না আসাই শ্রেয়।’’
আরও পড়ুন: দাপুটে জয় ইস্টবেঙ্গলের: জোড়া গোল ক্লিটনের, প্রায়শ্চিত্ত পাসির