আরজি কর-কাণ্ডের (R G Kar Case) প্রতিবাদে এবার ২৪ ঘণ্টা দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। ১৫ অগাস্ট বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৭ অগাস্ট থেকে ১৮ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ শনিবার সকাল ৬ টা থেকে এই কর্মসূচি শুরু হবে। চলবে রবিবার ভোর ৬টা পর্যন্ত।
আরও পড়ুন- পুলিশি প্রচেষ্টায় ‘শো ফ্লপ’ বিজেপির, আটক একাধিক
দেশের সমস্ত সরকারি, বেসরকারি চিকিৎসকদের কাছে এই ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা বন্ধের আবেদন জানিয়েছে আইএমএ। এদিকে, দেশের রেডিওলজিক্যাল ইমেজিং অ্যাসোসিয়েশনও কর্মবিরতির এই কর্মসূচিতে আইএমএ-র পাশে দাঁড়িয়েছে।
আগামী শনিবার দেশজুড়ে হাসপাতালগুলিতে ওপিডি, পরিষেবা পাওয়া যাবে না, এবং জরুরি নয় এমন সার্জারিও হবে না। পাশাপাশি দেশের রোগপরীক্ষাকেন্দ্রগুলিও সব বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। ফলে আগামীকাল দেশে ভোগান্তি বাড়তে চলেছে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের।