কাল ইনডোরে ইমাম মুয়াজ্জিনদের সভা থাকবেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : আগামিকাল, বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সভায় উপস্থিত থাকবেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই সভাতেই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। নাখোদা মসজিদ-সহ কলকাতা ও রাজ্যের বিভিন্ন ইমাম ও মুয়াজ্জিনদের সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন। এর আগে রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ বাকিবিল্লা জানিয়েছিলেন, বাংলায় তাঁরা শান্তি ও সম্প্রতি চান। সব ধর্মের মানুষ চিরকাল একসঙ্গে নির্দ্বিধায় বাংলায় বসবাস করেছে। আগামী দিনেও করবে। আমরা চাই বাংলা তার ঐতিহ্য-সংস্কৃতি-বৈচিত্র সবটা নিয়ে শান্তিতে থাক। ওয়াকফ নিয়ে আমাদের প্রতিবাদ আছে, থাকবে। কিন্তু কোনও প্রতিবাদই হিংসাত্মক হোক, এটা আমরা কেউই চাই না। আমাদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, তা শুনতে আমরা সকলেই আগ্রহী। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর কাছে সব ধর্মই সমান। তিনি কখনও কোনও ধর্মকে আলাদা করে দেখেননি। তিনি কোনওদিন বিভাজন চাননি। তাই আমাদের সকলেই মুখিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী দিকনির্দেশিকা পেতে। আজ দুপুরে নেতাজি ইনডোরের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন ইমামরা।

আরও পড়ুন: মহিলাদের কর্মসংস্থান কমছে দেশে, ব্যতিক্রম শুধু বাংলাই

Latest article