আজ কলকাতা প্রেসক্লাবে ইমামদের সাংবাদিক বৈঠক, লক্ষ্য ইনডোরের সভা

আগামী ১৬ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেম ও বুদ্ধিজীবীদের একটি সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : আগামী ১৬ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেম ও বুদ্ধিজীবীদের একটি সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে থাকবেন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। সেখানে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করবেন তিনি। সেই সঙ্গে বলবেন আরও বেশকিছু গুরুত্বপূর্ণ কথা। তার আগে আজ, রবিবার দুপুর ২টোয় কলকাতা প্রেসক্লাবে ইমামদের সংগঠনের তরফে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ বাকিবিল্লা জানিয়েছেন, ১৬ তারিখ নেতাজি ইনডোরের গুরুত্বপূর্ণ সভা নিয়ে কিছু কথা তাঁরা বলবেন। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন স্বাভাবিকভাবেই এই সভার গুরুত্ব বেড়ে গিয়েছে। সেইসঙ্গে বাংলার সর্বস্তরের সর্ব ধর্মের মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন করবেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন নাখোদা মসজিদের ইমাম জনাব ক্বারী শফিক কাশেমী-সহ আরও অনেকে। রাজ্য জুড়ে শান্তি ও শৃঙ্খলারক্ষার জন্য প্রশাসনের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে থাকেন ইমাম-মুয়াজ্জিনরা। আগামী দিনেও এর অন্যথা হবে না বলে জানিয়েছেন বাকিবিল্লা।

Latest article