প্রতিবেদন : বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতন নিয়ে এবার মহম্মদ ইউনুসকে চিঠি দিল সর্বভারতীয় ইমাম অ্যাসোসিয়েশন। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের সর্বভারতীয় সংগঠন হিসেবে বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়েছে এআইআইএ। সংখ্যালঘু হিন্দুদের নৈতিক সমর্থন জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের উচিত শান্ত ও নীরব থেকে নিপীড়িত সংখ্যালঘুদের মৌলিক অধিকার পুনরুদ্ধার করা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার অনুরোধও করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে সংখ্যালঘুদের নৈতিক সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার আবেদনও করা হয়েছে।