বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছর: উন্নয়নের পাঁচালি গাইলেন, ইমনের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী

Must read

২০২৬ সালেই বাংলায় বিধানসভা ভোট। তোড়জোড় প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যে চলছে এসআইআর। এর মধ্যে ১৫ বছরের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছরের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty_Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বলেন, “মা-বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান গেয়েছে।’’ পাঁচালি গাইলেন ইমন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তাঁকে উত্তরীয় পরিয়ে দিলেন।

আরও পড়ুন-SIR-আলোচনার দাবিতে ফের উত্তাল সংসদ চত্বর: ভোট চোর, গদি ছোড় স্লোগান দিয়ে বিক্ষোভ বিরোধীদের

এদিন মুখ্যমন্ত্রী (Iman Chakraborty_Mamata Banerjee) বলেন, ‘‘আমরা ছ’টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম।” মুখ্যমন্ত্রীর আরও সংযোজন,”বাংলার মানুষ সরকারকে কাজ করার সুযোগ দিয়েছে। ১৪ বছর ৬ মাস ধরে কাজ করেছি। এটা আমাদের দায়িত্ব আমরা কী কাজ করেছি, সেটা মানুষের সামনে তুলে ধরার।”

Latest article