প্রতিবেদন : ইতিমধ্যেই ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। এবার অস্কার জয়ের পালা গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। বাংলা গানের কাছে এই পর্যায়ে সম্মান অর্জন এই প্রথম। তাঁর হাত ধরে অস্কার মঞ্চে জায়গা করে নিল বাংলা গান। সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি জানিয়েছেন এই কথা।
অন্যান্য দিনের থেকে মঙ্গলবারের সকালটা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) কাছে একেবারেই আলাদা। কারণ, এদিন সকালেই তিনি পেয়েছেন সুখবর। অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে মোট ১৪৬টি গান। এর মধ্যেই রয়েছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি।
আরও পড়ুন- রং ব্যবহার না করলে টাকা দেবে না কেন : মুখ্যমন্ত্রী
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। ছবিটি যেমন কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে ঠিক তেমনই এবার এই বাংলা গানও অস্কারের দৌড়ে পৌছে গেল। খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি এবং উত্তেজিত গায়িকা। ইমন যখন এই খবর পান তখন সারেগামাপার সেটে শ্যুটিংয়ে ব্যস্ত। সুখবর পাওয়ার পর বিস্ময়ের ঘোর কাটছে না গায়িকার। সেটের সকলকে জানানোর পর স্বামী নীলাঞ্জন এবং বাবাকে জানিয়েছিলেন। ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। অনুরাগীরা মনে করছেন ইমনের অস্কার জয় আর সময়ের অপেক্ষা মাত্র।