বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য, হিমাচলে মৃত্যু শতাধিক মানুষের

Must read

বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টি চলছেই। পাহাড়ে ধস, হড়পা বান, মেঘ ভাঙা বৃষ্টিতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র হিমাচল প্রদেশেই (Himachal Pradesh Floods) ১২২ জনের বেশি মানুষ মারা গিয়েছেন।

বৃষ্টি-ধসে ছিন্নভিন্ন হিমাচল প্রদেশ (Himachal Pradesh Floods)। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট,  বাড়িঘর এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ রাজ্যে মোট ৪,৬৩৬ কোটি টাকা। গতকাল, সোমবার কুলুর একটি গ্রামে হঠাৎই মেঘ ভাঙা বৃষ্টি নামে। তাতে প্রাণ হারান একজন। আহত হন  তিন জন। আর মেঘ ভাঙা বৃষ্টির কারণে ওই এলাকায় হড়পা বানে রাস্তাঘাটের একাংশ ভেসে যায়। বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। ইতিমধ্যেই বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি থামার নাম নেই।

আরও পড়ুন- কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি প্রয়াত, শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রীর

হিমাচল প্রদেশ ছাড়াও খুব খারাপ অবস্থা উত্তরাখণ্ডেও। একনাগাড়ে বৃষ্টির জেরে বেড়ে গিয়েছে গঙ্গার জলও। গঙ্গার জলস্তর পৌঁছে গিয়েছে ৪৬৩.২০ মিটারে। এর ফলে প্লাবিত হয়েছে সঙ্গম ঘাট, রামকুণ্ড, ফুলাদি ঘাটের মতো এলাকা। হরিদ্বারে গঙ্গার জল ফুঁসছে।  বিপদসীমা পেরিয়ে জলস্তর পৌঁছেছে ২৯৩.১৫ মিটারে। দেবপ্রয়াগ এবং হরিদ্বারে গঙ্গার পরিস্থিতি নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।

তবে এখনই আশার বাণী শোনাতে পারছে না মৌসম ভবন। মৌসম ভবনের আধিকারিকরা জানিয়েছেন, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এখনই থামছে না বৃষ্টি। বরং তাঁরা জানিয়েছেন উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে আগামী কয়েক দিন ভারী থেতে অতি ভারী বৃষ্টি হবে।

Latest article