নির্দিষ্ট সাজার মেয়াদ পূর্ণ করলেই অবিলম্বে মুক্তি

Must read

প্রতিবেদন: সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে দেশের সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে, জেলে কোনও আসামি সাজার নির্ধারিত মেয়াদের পরেও বন্দি আছেন কিনা, তা খতিয়ে দেখতে হবে। শীর্ষ আদালত (Supreme Court) স্পষ্টভাবে জানিয়েছে, যদি কোনও আসামি তার সাজার মেয়াদ সম্পূর্ণ করে থাকে, তবে তাকে আর কোনও ধরনের ক্ষমার আদেশের জন্য অপেক্ষা না করে অবিলম্বে মুক্তি দিতে হবে।

আরও পড়ুন-ট্রাম্পের শুল্কনীতির গোপন অঙ্ক ফাঁস করে দিল মার্কিন নথিই?

এই আদেশটি ২০০২ সালের আলোচিত নীতীশ কাটারা হত্যা মামলার আসামি সুখদেব যাদবের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এসেছে। সুখদেব যাদবের যাবজ্জীবন কারাদণ্ড ২০১৬ সালের অক্টোবরে শীর্ষ আদালত (Supreme Court) ২০ বছরের নির্দিষ্ট মেয়াদের সাজায় রূপান্তরিত করে, যেখানে কোনও ক্ষমা মঞ্জুর করার সুযোগ ছিল না। তার সাজার মেয়াদ ৯ মার্চ, ২০২৪-এ শেষ হওয়ার পরেও দিল্লির সরকার তার ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আদালত প্রথমে ২৬ জুন তাকে সাময়িক ছুটি দেয় এবং ২৯ জুলাই তাকে মুক্তির নির্দেশ দেন। বিচারপতি বিভি নাগরত্না এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ সুখদেব যাদবকে মুক্তি দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছে, ২০ বছরের সাজা সম্পূর্ণ হওয়ার পর ক্ষমার জন্য আবেদন করার কোনো প্রয়োজন ছিল না, কারণ এই ২০ বছরের সময়কালে তিনি কোনো ক্ষমার সুযোগ পাননি। এই ধরনের ক্ষেত্রে, আসামিকে ক্ষমার জন্য আবেদন করারও প্রয়োজন নেই, কারণ তার যাবজ্জীবন কারাদণ্ডকে ২০ বছরের সাজায় পরিবর্তন করা হয়েছে, সেখানে আলাদা করে ক্ষমার কোনো সুযোগ নেই। সব রাজ্যকেই এই নিয়ম মানার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Latest article