হাইড্রোলিক ট্রলির সাহায্যে নিরঞ্জন আত্রেয়ী নদীতে

এছাড়া নদী দূষণের মতো ভয়াবহ সমস্যারও সমাধান মিলবে এই ভাবনা থেকে প্রতিমা নিরঞ্জনে হাইড্রোলিক ট্রলি বসায় পুরসভা ।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : প্রতিমা বিসর্জনের সুবিধায় বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটে বসানো হয় হাইড্রোলিক। পুরসভার এই উদ্যোগে প্রতিবছর হাইড্রোলিক ট্রলিক সাহায্যেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রতিমা নিরঞ্জন। প্রসঙ্গত, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ট্রলিতে বিসর্জন হলে সহজে এড়ানো যাবে নদী দুর্ঘটনাও। এছাড়া নদী দূষণের মতো ভয়াবহ সমস্যারও সমাধান মিলবে এই ভাবনা থেকে প্রতিমা নিরঞ্জনে হাইড্রোলিক ট্রলি বসায় পুরসভা ।

আরও পড়ুন-জুরিখ বৈঠকে ফিফা প্রেসিডেন্ট, ফুটবল শান্তি আনে, দ্বন্দ্ব থামাতে পারে না

৩৩ লক্ষ টাকা ব্যয়ে ২০২৩ সালে এই ট্রলি আত্রাই নদী ঘাটে বসানো হয়। তাৎপর্যপূর্ণ হলো যে, দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট ও তার আশপাশ এলাকার অন্তত ৯৫ শতাংশ প্রতিমা বিসর্জন হয় বালুরঘাট শহরের আত্রেয়ী বা সদর ঘাটে। দুর্গা, কালী, গণেশ, বিশ্বকর্মা— নানা পুজোর প্রতিমা বিসর্জনের অন্যতম এই ঘাটে নদী দূষণ বড় সমস্যা। পাশাপাশি প্রতিমা বিসর্জনে অনেক সময় জলে ডোবার মত ঘটনা সামনে আসে। এসব বিষয়কে সামনে রেখে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে ওই গুরুত্বপূর্ণ নদী ঘাটে বসানো হয় ট্রলি। প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি পরিবেশ দূষণ প্রতিরোধের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিয়েছে বালুরঘাট পুরসভা নিরঞ্জনের পর পরই নদীঘাট পরিচ্ছন্ন করতে পুরসভার টিম কাজ শুরু করে প্রতিমার কাঠামো সরিয়ে পরিচ্ছন্ন করা হয় নদীর আশেপাশে এবং নদীর জল। নিরঞ্জনের পর পুরসভার এই তৎপরতার প্রশংসা করেছেন বালুরঘাটের বাসিন্দারা।

Latest article