অপারেশন সিন্দুরের প্রভাব পাকিস্তানের শেয়ার মার্কেটে! হু হু করেছে নেমেছে সূচক

Must read

অপারেশন সিন্দুরের পর হু হু করে ধসে পড়ছে পাকিস্তানের শেয়ার বাজার। বৃহস্পতিবারও বেলা গড়াতেই রক্তক্ষরণ আরও বাড়তে থাকে পাকিস্তানের শেয়ার মার্কেটে। করাচি স্টক এক্সচেঞ্জ (KSE) সূচক রেড জোনেই মার্কেট বন্ধ হয়েছে।

বাজার খোলার পরেই করাচি স্টক এক্সচেঞ্জ (KSE) সূচক পড়ে ৭ হাজার ৩৩৪ পয়েন্ট অর্থাৎ প্রায় ৭ শতাংশ। পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই এই সূচকের পতন অব্যাহত রয়েছে।

আজ ভারতের স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচক কমেছে ০.৫০ শতাংশের আশপাশে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) সূচক নিফটি৫০ ১৪০ পয়েন্ট কমে রয়েছে ২৪ হাজার ২৭৩ পয়েন্টে। বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সূচক সেনসেক্স ৪১১ পয়েন্ট কমে রয়েছে ৮০ হাজার ৩৩৪ পয়েন্টে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক নির্দেশিকা জারি, রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল

Latest article