অনুপম সাহা, কোচবিহার : আজ, রবিবার কোচবিহার জেলার কোচবিহার, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ ও হলদিবাড়ি এই ৫ পুরসভায় নির্বাচন। জেলার ৬ পুরসভার মধ্যে দিনহাটায় কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই এই পুরসভার ১৬টি ওয়ার্ডে সবক’টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এটা বিরোধীদের ব্যর্থতা বলে মনে করছেন দিনহাটার নাগরিকদের একাংশ। হলদিবাড়ি পুরসভার ১১টির মধ্যে ২টি ওয়ার্ড এবং মাথাভাঙার ১২ ওয়ার্ডের ২টি ওয়ার্ডও অন্য কোনও প্রার্থী না থাকায় বিনা লড়াইয়েই জিতে গিয়েছে তৃণমূল (Trinamool Congress)। গত বিধানসভা নির্বাচনে শীতলকুচির মর্মান্তিক ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে কথা মাথায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে থাকছে সিসি ক্যামেরার ব্যবস্থা। স্পর্শকাতর বুথ এবং অতি স্পর্শকাতর বুথ এলাকায় চলছে পুলিশি রুট মার্চ। বহিরাগতদের ঠেকাতে হোটেলগুলোর রেজিস্টার চেক করা হচ্ছে। ভোটারদের নির্ভয়ে ভোট দিতে মাইকিং করে তাঁদের সচেতন করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। প্রতিটি বুথ প্রেমিসেসে থাকছেন একজন এসআই অথবা এএসআই পুলিশ অফিসার এবং দু’জন সশস্ত্র পুলিশ এবং একজন লাঠিধারী পুলিশ। ৬০ জন মহিলা পুলিশও মোতায়েন থাকছেন বিভিন্ন জায়গায়। জেলার ৫ পুরসভার ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ১৪টি সেক্টর, আরটি মোবাইল ১২টি, ১২টি নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও ডিসিআরসি সেন্টার, প্রতিটি থানা এবং মহকুমায় থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ৫টি পুরসভার ৬০টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৩৪২ জন। মোট প্রার্থী ২০৬। ১৩৯টি মেইন বুথ ও ৭টি অক্সিলিয়ারি বুথ রয়েছে। জেলায় ভোট সম্পন্ন করতে ২০০০-এর বেশি পুলিশকর্মী থাকছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।