প্রতিবেদন : পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠাদিবসেই তপসিয়ায় নতুন তৃণমূল ভবনের ভিতপুজো করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পুরনো তৃণমূল ভবন ভেঙে ফেলা হয়েছে৷ সেই জায়গাতেই গড়ে উঠবে নতুন তৃণমূল ভবন৷ রবিবার দুপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC-Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস দলের নামে সংকল্প করে পুজো শুরু করেন পুরোহিত বিশ্বনাথ ভট্টাচার্য৷ বেলা ৩টে নাগাদ পুজোয় বসেন অভিষেক৷ পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন বছরের রাজনৈতিক রেজোলিউশন সম্পর্কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, বিচ্ছিন্নতাবাদ, ঘৃণা, বিবাদ, বিভেদের রাজনীতি বিনাশ করে সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আমরা যেন সমাজকে ত্বরান্বিত করতে পারি৷ বর্তমানে দেশের যা অবস্থা, তাতে বাংলা মডেলই পথ দেখাচ্ছে৷ একইসঙ্গে সোমবার নজরুলমঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC-Mamata Banerjee) বৈঠক সম্পর্কে অভিষেক বলেন, এই বৈঠকে নেত্রী আমাদের দিকনির্দেশ দেবেন৷ দলের সর্বস্তরের প্রতিনিধিরা আসছেন৷ সব মিলিয়ে সাড়ে তিন হাজার প্রতিনিধি উপস্থিত থাকবেন নজরুলমঞ্চের বৈঠকে৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক৷ আপনারা নজর রাখুন, নেত্রী অনেক কিছু ঘোষণা করবেন, নির্দেশ দেবেন৷ তৃণমূলের সর্বস্তরের কর্মীরা সেটা পালন করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে৷ আজ নজরুলমঞ্চে ‘রাজ্যের দলীয় কর্মীসম্মেলন’ হবে৷
আরও পড়ুন-‘বহিরাগত আসে, বহিরাগত যায়; বাংলা নিজের মেয়েকে চায়’ বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এদিন ভিতপুজোয় নিজে হাতে প্রথম ইটটি গাঁথেন অভিষেক৷ এরপর ডেকে নেন সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায় ও জাভেদ খানকে৷ তাঁরাও সকলে নতুন ভবনের ভিত তৈরিতে ইট গাঁথেন৷ নতুন ভবন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯–২০ বছর আগে আমরা দলীয় দফতর এখানে শুরু করেছিলাম৷ বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়েছিল৷ তাই নতুন কার্যালয় তৈরি হচ্ছে৷ গত এক বছর ধরে ভাঙার কাজ চলেছে৷ আজ ভিতপুজো হল৷ প্রায় দু’ঘণ্টা ধরে পুজোর কাজ চলে৷
এছাড়া সাংসদ সুখেন্দুশেখর রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ ডাঃ শান্তনু সেন, মালা রায়, দেবাশীষ কুমার, সমীর চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সুজিত বোস, দেবাশিস কুমার, জয়প্রকাশ মজুমদার, ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব এদিনের ভিতপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷