কাল বিকেলে জরুরি বৈঠক ডাকলেন নেত্রী

পাশাপাশি এসআইআর নিয়ে কমিশনে ধরনা-বিক্ষোভের স্ট্র্যাটেজি ঠিক করতে ইন্ডিয়া জোটের ডিনার বৈঠক ৭ অগাস্ট সন্ধ্যায়। সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ন্যায্য ভোটারদের নাম বাতিলের নয়া চক্রান্ত কমিশনের হাত ধরে বিজেপির। প্রতিবাদে গোটা দেশ উত্তাল। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মূলত তৃণমূলের উদ্যোগেই ৮ অগাস্ট, শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে ধরনা-বিক্ষোভ ইন্ডিয়া জোটের। তার আগে দলের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি-বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কাল, সোমবার বিকেল সাড়ে চারটেয় নেত্রীর ভার্চুয়াল বৈঠকে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা ছাড়াও থাকবেন দলীয় নেতৃত্ব। এই মুহূর্তে এসআইআর অন্যতম ইস্যু। নিশ্চিতভাবে সে-নিয়ে আলোচনা হতে পারে। ৫ অগাস্ট বিকেল ৪টেয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক হবে ভার্চুয়ালে। পাশাপাশি এসআইআর নিয়ে কমিশনে ধরনা-বিক্ষোভের স্ট্র্যাটেজি ঠিক করতে ইন্ডিয়া জোটের ডিনার বৈঠক ৭ অগাস্ট সন্ধ্যায়। সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কর্মী ছাঁটাই মামলায় নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের

এসআইআরের নামে নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপির। দিল্লি এবং মহারাষ্ট্রের নির্বাচনে এইভাবেই পাশা পাল্টানোর খেলা খেলেছিল বিজেপি। সেই রাজনৈতিক খেলা অব্যাহত বিহারেও। ইতিমধ্যে বিহারে ৬৫ লক্ষের মতো নাম বাদ দিয়ে তালিকা প্রকাশ করেছে কমিশন। বাংলাতেও একইভাবে চক্রান্ত করার চেষ্টা যে হবে তা বলাই বাহুল্য। নাম বাদ যাওয়া, নাম তোলা, মৃতের নাম কেটে দিয়ে নতুনদের নাম তোলা। এই কাজে যাতে কোনওরকম কারচুপি না হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃণমূলের স্পষ্ট কথা, একজনও ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়া বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়ে বলেছে, ভোটার লিস্টে নাম তোলায় আধার কার্ড ও ভোটার কার্ডকে মান্যতা দিতে হবে।
সোমবারের বৈঠকে দলীয় সাংসদ ও নেতৃত্বকে আন্দোলনের রূপরেখা তৈরি করে দেবেন নেত্রী। এক দিকে যেমন নির্বাচন কমিশনে ধরনা নিয়ে তৃণমূলের ভূমিকার কথা বিস্তারিত বলবেন নেত্রী, তেমনই অন্যদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নেতৃত্বের বক্তব্য শুনবেন, তাঁদের নির্দেশিকাও দেবেন। সেই নির্দেশিকাকে সামনে রেখেই ৭ অগাস্ট ইন্ডিয়া জোটের বৈঠকে যাবে তৃণমূল। এই বৈঠকে তৃণমূল ছাড়াও থাকবে কংগ্রেস, আরজেডি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনার (উদ্ধব) নেতৃত্ব। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ সংসদীয় নেতৃত্ব থাকছেন।

Latest article