সংবাদদাতা, বোলপুর : সাংগঠনিক রদবদলের পর দায়িত্ব পেয়েই আজ, রবিবার সাংগঠনিক বৈঠকে বসছে বীরভূম জেলার তৃণমূল কোর কমিটি। বোলপুরে দলের কার্যালয়ে এই বৈঠকের ডাক দিয়েছেন জেলা কোর কমিটির চেয়ারম্যান ও বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে আশিসবাবু তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে মন্দিরে আগত পর্যটকদের হাতে প্রসাদ তুলে দেন। পুজো শেষে তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রবিবার সকালে কোর কমিটির সব সদস্যকে নিয়ে বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের বিষয়ে নবগঠিত কোর কমিটির প্রত্যেককে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে জানিয়ে দেন আশিসবাবু। সকলের সঙ্গে আলাদাভাবে কথাও বলেন তিনি।
আরও পড়ুন-দিঘার আশপাশে
আজকের এই বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ থাকছেন বলে জানান তিনি। কোর কমিটির বৈঠকে এতদিন যেভাবে সংগঠন চলেছে, যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ভিত্তিতেই আলোচনা হবে বলে জানান আশিসবাবু। এবার থেকে প্রতি মাসে দু’দিন মহকুমাভিত্তিক কোর কমিটির বৈঠক হবে। দলের নির্দেশমতো বৈঠক ডাকার দায়িত্বে এখন থেকে থাকছেন আশিসবাবুই। আগের সূচি অনুযায়ী পরবর্তী বৈঠক হওয়ার সিউড়িতে হওয়ার কথা থাকলেও আজকের বৈঠকটি হচ্ছে বোলপুরে। জানা গিয়েছে, আজই বোলপুর পুরসভার একটি অনুষ্ঠানে আমন্ত্রিত সৌরভ গঙ্গোপাধ্যায়। সিউড়িতে বৈঠক হলে দুপুরের মধ্যে কোর কমিটির সদস্যদের বোলপুর ফেরা সম্ভব নয় বলেই তাঁদের অনুরোধে বোলপুরেই বৈঠক ডাকা হয়েছে। রবিবারের এই বৈঠক নিয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, বীরভূমের কোর কমিটি আগামী দিনে দলের সাংগঠনিক রূপরেখা তৈরি করবে। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম নিয়ে কী ভাবছেন স্পষ্ট করে দিয়েছেন। আমরা দলের সৈনিক। দলের উচ্চ নেতৃত্ব সংগঠন নিয়ে যেভাবে চলার পরামর্শ দেবেন সেইভাবেই চলব।