বছর বছর পাকিস্তানে বেড়ে চলেছে গাধার সংখ্যা। বৃহস্পতিবার প্রকাশিত দেশটির একটি অর্থনৈতিক সমীক্ষা বলছে, ২০২১-২২ অর্থবছরে গাধার সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ। আগের বছরে ছিল ৫৬ লাখ। ২০১৯-২০২০ সালে ছিল ৫৫ লাখ। অর্থাৎ, বছরে এক লাখ করে গাধা বাড়ছে দেশটিতে। গাধার পাশাপাশি গরু, ছাগল, মহিষ, ভেড়া পালনেও উন্নতি করেছে পাকিস্তান।
আরও পড়ুন-ভারত-মার্কিন চেষ্টা জলে গেল
তবে গাধা চাষেই লাভ আসছে বেশি। চিনে গাধা রফতানির জন্য বিশেষ খামারও স্থাপন করেছে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার । পশুপালনই পাকিস্তানের গ্রামীণ এলাকার অর্থনীতির মেরুদণ্ড। সারা বিশ্বে গাধার সংখ্যা চার কোটি ৪০ লাখ। সবচেয়ে বেশি চিনে। এজিয়াও নামক ওষুধের একটি উপকরণ তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গাধার চামড়া ব্যবহার করে চিন।