প্রতিবেদন : তোষাখানা মামলায় শনিবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ইসলামাবাদের জেলা দায়রা আদালতে হাজিরা দিতে যান। ইমরানের (Imran Khan) আদালতে হাজিরা নিয়েও এদিন ছিল টানটান উত্তেজনা। এদিন আদালত চত্বরেও হাজির ছিলেন ইমরানের হাজার হাজার সমর্থক। পরিস্থিতি এতটাই ঘোরালো ছিল যে, বিচারক জাফর ইকবাল ইমরানকে গাড়িতে বসেই হাজিরা দেওয়ার অনুমতি দেন। তবে শেষ পর্যন্ত বিচারক জানান, এ ধরনের পরিস্থিতিতে শুনানি সম্ভব নয়। আদালত চত্বরে উপস্থিত জনতাকে সরিয়ে দিতে হবে। এদিন আদালতে শুনানির জন্য যাওয়ার পথে ইমরানের কনভয়ে দুর্ঘটনা ঘটে। তাঁর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয় বলে খবর। আদালতে হাজিরা দিতে ইমরান বাড়ি থেকে বেরিয়ে যেতেই তাঁর বাড়িতে ঢুকে পড়ে লাহোর পুলিশের বিশাল দল। অন্যদিকে ইমরানের আদালতে হাজিরার আগেই দেশের বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলির ওপরে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন৷
আরও পড়ুন: পুতিনের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা