প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলার জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকেল চারটে নাগাদ ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি আধ ঘণ্টা বৈঠক করেন মোদির সঙ্গে।
বৈঠক শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি সৌজন্য বৈঠক। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেভাবে তাঁর কথা হয়নি। কলাইকুণ্ডায় তাঁদের দেখা হয়েছিল। কিন্তু বৈঠক হয়নি। এদিন করোনা পরিস্থিতি নিয়ে মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান তিনি। বলেন, রাজ্য করোনার ওষুধ এবং ভ্যাকসিন পেয়েছে ঠিকই কিন্তু বাংলার জনসংখ্যার তুলনায় তা পর্যাপ্ত নয়। আরও ভ্যাকসিন প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় ঢেউ এর আগে সবাইকে টিকা দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন মমতা।
আরও পড়ুন-লক্ষ্য ২০২৩: ১৬ অগাস্ট ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস!
একইসঙ্গে রাজ্যের নাম বদলের বিষয়টিও দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব বিষয় গুরুত্ব সহকারে দেখা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, পেগাসাস নিয়ে সর্বদল বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক তদন্ত। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি জানান, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য RTPCR টেস্ট প্রয়োজন। আমার ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে। কিন্তু এখন টেস্ট কোথায় করাব? পরে রাষ্ট্রপতিজির সঙ্গে দেখা করব। উনি ভালো থাকুন। এটাই আমরা সবাই চাই”।