বঙ্গ

মধ্যরাতের শুনানিতে অনুব্রত মণ্ডলকে ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ

মঙ্গলবার, রাত নটা নাগাদ অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছয় ইডি। দিল্লি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে (Wheelchair) বের করা হয় অনুব্রতকে। তাঁকে বের করা হয় ইন্টারন্যাশনাল এগজিটের VIP গেট দিয়ে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইডির সদর দফতরে। সেখানে কিছুক্ষণ রেখে পিছনের দরজা দিয়ে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় রামমনোহর লোহিয়া হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পরে ফিরিয়ে আনা হয় ED-র দফতরে। হোলি উপলক্ষ্যে দিল্লিতে (Delhi) কয়েকদিন আদালত বন্ধ। তাই রাতেই ভার্চুয়াল শুনানি চেয়েছিলেন ইডির আধিকারিকরা। রাত ১১টা ৩০মিনিট নাগাদ ভার্চুয়াল শুনানি হয় বিচারক রাজেশ কুমারের (Rajesh Kumar) এজলাসে।

আরও পড়ুন-২২ জেলায় ৬১২ কমিউনিটি হল সাংসদ তহবিলের অর্থে

সেখানে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনিয়মের ঘটনাগুলি তুলে ধরেন। স্পষ্ট জানান, আইন অনুযায়ী শুনানির আগে তাঁর মক্কেলের সঙ্গে তিনি একান্তে কথা বলতে পারেন। কিন্তু ভার্চুয়াল শুনানিতে সেই সুযোগ নেই। এছাড়া নিয়ম অনুযায়ী আগে স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে দফতরে নিয়ে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আগে অনুব্রতকে আগে সদর দফতরের নিয়ে যায় ইডি। সেখান থেকে আবার হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে ফিরে আসে। অনুব্রত মণ্ডলের আইনজীবীর আপত্তিগুলি মনোযোগ দিয়ে শোনেন বিচারক। এরপরেই দশ মিনিট বিরতি নেন বিচারক। ফিরে এসে তিনি জানান, সাড়ে বারোটার মধ্যে সশরীরে সব পক্ষকে তাঁর বাসভবনের হাজির হতে হবে।

আরও পড়ুন-হার-না-মানা জেদ, চাপ-না-মানা লড়াই

সেইমতো রাত সাড়ে বারোটা নাগাদই অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লির অশোক বিহারে রাকেশ কুমারের বাড়ি যায় ইডি। সেখানে ১৪ দিনের হেফাজত চায় ইডি। কারণ এই মামলায় আর যাঁরা যাঁরা অভিযুক্ত রয়েছেন, তাঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চান বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে, অনুব্রতর আইনজীবী হেফাজতের বদলে বিচার বিভাগীয় হেফাজতের আবেদন জানান। একইসঙ্গে চিকিৎসকদের ফিট সার্টিফিকেট থাকলে অনুব্রত মণ্ডল শারীরিকভাবে সুস্থ নন বলে দাবি জানান তাঁর আইনজীবী। রাত ১টা ৪০ মিনিট নাগাদ শেষ হয় শুনানি। এরপর ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেরার সময় উপস্থিত থাকতে পারবেন অনুব্রতর আইনজীবী।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago