জাতীয়

তৃণমূল কংগ্রেসের চাপে মুখরক্ষার চেষ্টা, আধার-ভোটার কার্ড ইস্যুতে মঙ্গলে বৈঠক ডাকল কমিশন

প্রতিবেদন : ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে তৃণমূল কংগ্রেসের চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হল জাতীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রবল চাপের মুখে পড়ে কমিশন আগামী ১৮ মার্চ মঙ্গলবার জরুরি বৈঠক ডাকল। একইসঙ্গে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পরিকল্পনাও শুরু করল জাতীয় নির্বাচন কমিশন৷

আরও পড়ুন-বাংলার ১৬ গুণ স্কুলছুট যোগীরাজ্যে

মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই মর্মে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কর্তৃপক্ষ ইউআইএডিএআই-র সিইও, আইন সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবের সঙ্গে৷ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দেশের নির্বাচন পরিকাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের অভিমত জানতে চেয়েছে কমিশন৷ ৩০ এপ্রিলের মধ্যে সেই মতামত জানানোর অনুরোধ করা হয়েছে৷
রাজনৈতিক দলগুলির সুপ্রিমোদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন৷ তৃণমূল কংগ্রেসের অনড় অবস্থানের কাছে নতি স্বীকার করেই কমিশন পদক্ষেপ করতে শুরু করল। ভুতুড়ে ভোটার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে কোনওভাবেই পিছু হটবে না, সে-কথা জানিয়ে গত সপ্তাহেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল৷ সারা দেশে মোট কত ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু হয়েছে সেই সংখ্যা জানাতে দাবি তোলে তৃণমূল৷ তিন মাসের মধ্যে এই সমস্যা কীভাবে নির্বাচন কমিশন দূর করবে, তাও জানানোর অনুরোধ করা হয়৷ ডুপ্লিকেট এপিক ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনার দাবিও তুলেছে তৃণমূল৷ তাদের সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে কংগ্রেস, সপা, আরজেডি, আম আদমি পার্টি, বিজেডি-সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ এই আবহেই চূড়ান্ত ভাবে ব্যাকফুটে থেকে নির্বাচন কমিশন। তড়িঘড়ি তড়িঘড়ি বৈঠক দেখে নির্বাচন কমিশন মুখরক্ষা করতে চাইছে। ২০২১ সালে জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এখনও বিষয়টিকে ‘ঐচ্ছিক’ পর্যায়ে রাখা হয়েছে৷ এবার বৈঠকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আলোচনা হবে।
শনিবার এই ইস্যুতেই জাতীয় নির্বাচন কমিশনকে ফের নিশানা করেছে তৃণমূল শিবির৷ এই প্রসঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ বলেন, এই সব পদক্ষেপ করে আসলে নির্বাচন কমিশন নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করছে৷ এই কারণেই প্রথমে তিনটি বিবৃতি জারি করা হয়েছে, তারপরে এখন এই বৈঠকের কথা জানানো হচ্ছে৷ আমরা কমিশনের উপরে শ্যেন দৃষ্টি বজায় রাখছি৷

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago