একটা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা যায় না, স্পষ্ট কথা সৌরভের, কঠোর শাস্তি হওয়া উচিত

কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে তদন্তভার নিয়েছেন।

Must read

প্রতিবেদন : আরজি করের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তার জন্য বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় কড়া শাস্তির দাবি তুলে প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, নিরাপত্তা আরও নিশ্ছিদ্র হওয়া উচিত। কিন্তু একটা ঘটনা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার বিচার করা যায় না। পশ্চিমবঙ্গ তথা কলকাতা সম্পূর্ণ নিরাপদ।

আরও পড়ুন-নীরজের মা আরশাদেরও মা, এটাই ভারতীয় পরম্পরা

আরজি করের ঘটনার পরে কলকাতা বা পশ্চিমবঙ্গকে মহিলাদের জন্য অসুরক্ষিত বলতে একেবারেই রাজি নন সৌরভ। তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনার পর থেকেই অভিযোগ উঠেছে, মহিলাদের জন্য একেবারেই নিরাপদ নয় কলকাতা বা পশ্চিমবঙ্গ। তা সটান খারিজ করে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভের কথায়, ভারত এবং বাংলা যথেষ্ট নিরাপদ। একটা ঘটনাকে কেন্দ্র করে গোটা সিস্টেম নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। এই ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। তবে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। নিশ্চিত করতে হবে এ ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে। তিনি আরও বলেন, এই জঘন্য অপরাধের কোনও ক্ষমা হতে পারে না। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। কিন্তু বারবার বলছি, একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গও ভাল। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন-হিন্ডেনবার্গ : ফেঁসে গেল বিজেপি, বিচারবিভাগীয় তদন্তের জোর দাবি

গত বৃহস্পতিবার রাতে আরজি করের চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে তদন্তভার নিয়েছেন।

Latest article