”অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে, আমাকে পাশে পাবে” প্রতিষ্ঠা দিবসের সকালে তৃণমূল ছাত্র পরিষদকে বার্তা মুখ্যমন্ত্রীর

দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে অন্যায়ের সঙ্গে কোনভাবেই আপোস না করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Must read

দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে অন্যায়ের সঙ্গে কোনভাবেই আপোস না করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যদের উদ্দেশে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়ে দেন কোনও পরিস্থিতিতেই অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না । ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ সমাবেশ ৷

আরও পড়ুন-চালু হয়ে গেল ট্রাম্পের নতুন শুল্কনীতি, মহাবিপাকে ভারতের শ্রমনির্ভর ক্ষেত্রগুলি

তিনি লেখেন, ”তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।

তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল।

আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ! জয় বাংলা!”

 

Latest article