বাংলাদেশে বেদখল হল সুনীলের ভিটে! অভিযুক্ত বিএনপি নেতা

জানা গিয়েছে, মাদারিপুর জেলার ডাসার উপজেলায় সাহিত্যিক সুনীলের ভিটেতে ভাঙচুর করে বিএনপির স্থানীয় নেতা চালের গুদাম বানিয়েছেন।

Must read

প্রতিবেদন : প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতভিটে দখল হয়ে গেল বাংলাদেশে। হাসিনা সরকারের পতনের পর অশান্তি-ডামাডোলের পরিস্থিতিতে টার্গেট হচ্ছেন ওপারের সংখ্যালঘু হিন্দুরা। ভারতবিদ্বেষী প্রচারের পালে পরিকল্পিতভাবে হাওয়া দেওয়া হচ্ছে। তার মধ্যেই দুঃসংবাদ। দুই বাংলার প্রিয় লেখকের বসতভিটে জবরদখলের খবর দিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম।

আরও পড়ুন-কোভিডকালে সাংবাদিক-ছাঁটাই হয়েছে বেলাগাম

জানা গিয়েছে, মাদারিপুর জেলার ডাসার উপজেলায় সাহিত্যিক সুনীলের ভিটেতে ভাঙচুর করে বিএনপির স্থানীয় নেতা চালের গুদাম বানিয়েছেন। ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মৌজায় প্রয়াত সাহিত্যিকের সাত একর ১৫ শতক পৈতৃক জমি রয়েছে। তার মধ্যে দুই একর ৯৭ শতক জমি সরকারের খাসজমি হিসেবে রেকর্ড করা হয়েছিল। সেই জমির একাংশে পুরনো একটি বাড়িতে কয়েক বছর আগে গড়া হয়েছিল সুনীল স্মৃতি পাঠাগার। কিন্তু গত শনিবার বিএনপি নেতা সোহেল হাওলাদার এবং তাঁর সঙ্গীরা তালা ভেঙে ঢুকে সেই পাঠাগার ভেঙে তছনছ করে দেন বলে অভিযোগ। অভিযুক্ত সোহেল ও তাঁর সাঙ্গোপাঙ্গরা সুনীলের ব্যবহৃত লেখার সরঞ্জাম, বই নষ্ট করে দেন। পাঠাগারের আসবাব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি-সহ একাধিক ছবি ভাঙচুর করা হয়। সাহিত্যিকের বাড়ির সামনে শেখ হাসিনার আমলে জেলা প্রশাসনের লাগানো সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয়। এরপর ঘর জবরদখল করে এক ট্রাক চাল রেখে নতুন তালা ঝুলিয়ে দেন বিএনপি নেতা। সুনীলের নামাঙ্কিত পাঠাগার ভাঙচুরের অভিযোগ স্বীকার করে প্রশাসন ব্যবস্থা নেওয়ার রুটিন আশ্বাস দিয়েছে।

Latest article