শিল্প বান্ধব বাংলা দ্রুত এগিয়ে চলেছে অগ্রগতির পথে। দুবাই যদি কলকাতার হাতে হাত রেখে পথ চলে তবে তা দুজনের জন্যই লাভজনক হয়ে উঠবে। শুক্রবার দুবাইয়ে শিল্প সম্মেলনের উপস্থিত হয়ে এমনটাই জানালেন অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্তা হর্ষ নেওটিয়া (Harsh Neotia)। এমনকি যে কোনও সমস্যা সমাধানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি জানালেন, উনি আমাদের বড় দিদি। দিদির কাছে যখন ইচ্ছে যাওয়া যায় এবং তিনি দ্রুত যেকোনও সমস্যার সমাধান করেন।
এদিন দুবাইতে শিল্প সম্মেলনের মঞ্চে হর্ষ নেওটিয়া (Harsh Neotia) বলেন, শহরাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন কীভাবে করতে হয় তা বিশ্বকে দেখিয়ে দিয়েছে দুবাই। আমার সংস্থাও এই শিল্পের সঙ্গে যুক্ত। গত কয়েক বছরে কলকাতা তথা বাংলা এই ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করছে। কলকাতার অগ্রগতির খতিয়ান তুলে ধরে তিনি আরও বলেন, আপনারা সকলেই জানেন ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। আগামী কয়েক বছরে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। তবের দেশের মোট অগ্রগতির থেকেও কিছুটা দ্রুত এগোচ্ছে কলকাতা। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে নেওটিয়া আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শুধু মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধান নন, তিনি আমাদের দিদি। দিদির কাছে যখন ইচ্ছে যাওয়া যায় এবং তিনি দ্রুত সমস্যার সমাধান করেন।
আরও পড়ুন- দুবাইয়ে বাংলা-আরবি সংস্কৃতির সেতুবন্ধনে রবীন্দ্রনাথ
কলকাতা প্রসঙ্গে অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্তা আরও বলেন, কলকাতাকে বিশ্ব চেনে তার বিশাল প্রতিভা থেকে। কলকাতার মানুষ প্রচেষ্টা, দক্ষতা, শিল্পকলা, জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে। লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যা অসম্ভব কার্যকরী। যেভাবে কলকাতা এগোচ্ছে তাতে এই শহর গ্লোবাল সিটিতে পরিণত হবে। কলকাতার সঙ্গে একত্রে পথ চললে তা দুবাই ও কলকাতা দুই শহরের জন্যই লাভজনক। বাংলায় কাজ করে আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি আপনারা বাংলায় আসুন।