ভাগলপুরে দ্বিতীয়বার ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর তিনটি স্তম্ভ

স্থানীয় বাসিন্দাদের ক্যামেরাতে ধরা পড়ে সেই ছবি। রবিবার সন্ধে ৭টা নাগাদ ওই নির্মীণমান সেতুর তিনটি স্তম্ভ ভেঙে পড়ে গঙ্গার উপরে।

Must read

হঠাৎ করেই চার লেনের সেতু গঙ্গার উপরে ভেঙে পড়ল। রবিবার বিহারের ভাগলপুরে (Bihar Bhagalpur) নির্মীয়মাণ একটি সেতুর তিনটি স্তম্ভ ভেঙে পড়ে । ভাগলপুরকে জোড়ার জন্য সুলতানগঞ্জ-আগুয়ানিঘাট সেতুটি তৈরি করা হচ্ছিল। কিন্তু তার আগে গঙ্গার উপরে এই সেতু ভেঙে পড়ে। এর আগেও ১৭১০ কোটি টাকা খরচ করে তৈরি এই সেতু আগেও একবার ভেঙে পড়েছিল। একই সেতু, পরপর দুইবার ভেঙে পড়ায় নির্মাণসামগ্রী থেকে সেতুর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন-সংঘর্ষের তীব্রতা মারাত্মক ছিল স্বীকার রেলবোর্ডের

স্থানীয় বাসিন্দাদের ক্যামেরাতে ধরা পড়ে সেই ছবি। রবিবার সন্ধে ৭টা নাগাদ ওই নির্মীণমান সেতুর তিনটি স্তম্ভ ভেঙে পড়ে গঙ্গার উপরে। সাদা ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। যদিও কোন হতাহতের খবর আসেনি।

আরও পড়ুন-এবার কী বলবেন মোদিজি, অ্যাক্ট অব গড নাকি অ্যাক্ট অব ফ্রড

হরিয়ানার এসপি সিঙ্গলা নামক একটি সংস্থাকে এই সেতু তৈরি করার বরাত দেওয়া হয়েছিল। গত বছর এপ্রিল মাসেও এই সেতুটি ভেঙে পড়েছিল। সেই সময় সেতুর কমপক্ষে ৩৬টি অংশ ভেঙে পড়েছিল।

 

Latest article