Swasthya Sathi: চাঁচলে ৯৭ শতাংশ স্বাস্থ্যসাথীতে

Must read

সংবাদদাতা, মালদহ : রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi)। হাতে কার্ড পেয়ে উপকৃত হয়েছেন বহু মানুষ। মালদহের (Maldah) চাঁচল (Chanchal) ২ ব্লকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসেছেন ৯৭ শতাংশ পরিবার। যা এককথায় নজির। প্রকল্পের সুবিধা পেয়ে পরিবারগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়েছেন। চাঁচল ২ নং ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস বলেন, ‘‘৯৭ শতাংশ পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসেছে। ১০০ শতাংশ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি।’’

আরও পড়ুন-ধমকে-চমকে নয়, অবাধ নির্বাচনে বিজেপিকে শূন্য করুন, নেতা-কর্মীদের বার্তা দিলেন Abhishek Banerjee

ব্লকের বহু দুঃস্থ অসহায় পরিবার এই স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi) নিয়ে দ্রুত চিকিৎসার সুবিধা পেয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে ব্লক প্রশাসন দিনরাত এক করে কাজ করছে। প্রকল্পের সুবিধা এবং অনুমোদনের বিষয়ে সাধারণ মানুষকে বোঝাতে চলছে শিবির। গত নভেম্বর মাস পর্যন্ত মোট ৬২৫২১ টি পরিবার স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করেছেন। এরমধ্যে ৫২৭২৩ টি পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া সম্ভব হয়েছে। অবশিষ্ট পরিবারগুলির হাতেও শীঘ্রই কার্ড তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া, মালতীপুর, গৌড়হন্ড, জালালপুর, ক্ষেমপুর, বিষাণপুর, ধানগাড়া, ভাকরি এই সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের মধ্যে এই প্রকল্পের জন্য ব্যপক প্রচার চালাচ্ছে ব্লক প্রশাসন। এখনও গড়ে ২২৫ টি কার্ড নিয়মিত ইস্যু করা হচ্ছে।

আরও পড়ুন-দুর্গাপুজোকে UNESCO-র স্বীকৃতি: মুখ্যমন্ত্রী বললেন, “বাংলাকে বিশ্বসেরা করব”

Latest article