রিতিশা সরকার দার্জিলিং: ‘মুসু মুসু হাসি দেও মলাই লাই…’ ৬৫০০ কণ্ঠে ঝড় উঠবে গিটারের সুরে। এরই মধ্যে চোখ থাকবে মেসি-এমবাপের লড়াইয়ে। পাহাড়ের ম্যাল সুরে ছন্দে মেতে উৎবে বিশ্বকাপের উন্মদনায়। এমনই তোড়জোড় এবারের বিশ্বকাপের ফাইনাল ঘিরে। ইতিমধ্যেই ফ্রান্স এবং আর্জেন্টিনার পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা ম্যাল। গিটারিস্টদের নাম নথিভুক্তকরণও শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন-ডুয়ার্সের পর্যটনে নতুন ভোর আসবে রাভাবস্তিতে
১৮ ডিসেম্বর রবিবার বিশ্বকাপ ফাইনালের দিন বিকেল ৩টে থেকে ৬৫০০ জন গিটারিস্ট একসঙ্গে গাইবেন গান। এর আগে এতজন গিটারিস্ট একসঙ্গে গান করেননি বলেই দাবি উদ্যোক্তাদের। অন্যতম উদ্যোক্তা জানিয়েছেন, সংগীত ও তালের মাধ্যমে শান্তি বজায় রেখে দার্জিলিং বাঁশিকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধার উদ্যোগ নিয়েছি আমরা। দার্জিলিংয়ের প্রতিটি বাড়িতে একজন করে গিটারিস্ট আছে। তাই দার্জিলিং-সহ কার্শিয়াং, কালিম্পং, সিকিম শিলিগুড়ি, কলকাতা ও দিল্লি থেকেও গিটারিস্টরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-আসানসোল নিয়ে তদন্ত কমিটি
এর জন্য ম্যালেই ক্যাম্প করে রেজিস্ট্রেশন চলছে। তবে বাইরে থেকে যারা আসবে তাদের রেজিস্ট্রেশন অনলাইনে করানো হচ্ছে। এছাড়াও সেদিন কেক দিয়ে গিটার বানিয়ে তা কাটা হবে বলেও জানান তিনি। তবে একসাথে ৬৫০০ জন গিটার শিল্পী একসঙ্গে দাঁড়িয়ে কখনও গান করেননি। এই উদ্যোগ যে বিশ্ব রেকর্ড হিসেবেই মনোনীত হবে— আশাবাদী উদ্যোক্তারা। জানা গিয়েছে, বিখ্যাত নেপালি সংগীত শিল্পী নরদেন তেনজিং বিখ্যাত গান গেয়ে ছিলেন। গানটি এক সঙ্গে গাইবে সবাই। পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরাও গিটার নিয়ে অংশগ্রহণ করতে পারবে।