বন্দিমুক্তির বিনিময়ে

এর আগে ফেসবুকে তিনি জানান, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ স্পেশ্যাল অপারেশন চালিয়ে মেদভেদচুককে গ্রেফতার করেছে।

Must read

প্রতিবেদন : রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন। সর্বশক্তিতে প্রতিরোধ গড়ে তুললেও রুশ সেনার দাপটে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এমন পরিস্থিতিতে পালটা চাল দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনীতিক ভিক্টর মেদভেদচুককে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার সঙ্গে দর কষাকষির অস্ত্র হিসেবেই তিনি ব্যবহার করবেন মেদভেদচুককে। জাতির উদ্দেশে ভাষণ জেলেনস্কি বলেন, রুশ সেনার হাতে বন্দি ইউক্রেনের তরুণ-তরুণীদের মুক্তির বিনিময়ে মেদভেদচুককে ছেড়ে দিতে রাজি তিনি।

আরও পড়ুন-আইএসএলেই খেলবে ইস্টবেঙ্গল: মুখ্যমন্ত্রী পাশে আছেন, দাবি লাল-হলুদ কর্তার

এর আগে ফেসবুকে তিনি জানান, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ স্পেশ্যাল অপারেশন চালিয়ে মেদভেদচুককে গ্রেফতার করেছে।
ভিক্টর মেদভেদচুক ইউক্রেনের রাশিয়াপন্থী রাজনীতিক হিসেবে বিখ্যাত। ইউক্রেনের মাটিতে তিনিই ছিলেন পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। এসবিইউর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সামরিক উর্দি ও হাতকড়া পরে মেদভেদচুক দাঁড়িয়ে আছেন। বিবিসি জানাচ্ছে, মেদভেদচুককে রাষ্ট্রদ্রোহী সন্দেহে কিয়েভে গৃহবন্দি করে রাখা হয়েছিল। তবে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পরই তিনি ফেরার হয়ে যান। মেদভেদচুক ইউক্রেনের এক ধনী ব্যবসায়ী। ইউক্রেনের রাশিয়াপন্থী রাজনৈতিক দলের নেতা। পুতিনপন্থী মেদভেদচুককে নানা সময়ে ক্রেমলিনের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করত ইউক্রেন। তবে ২০২১ সালের মে মাসে তাঁর বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে গৃহবন্দি করা হয়।

Latest article