শারজা, ৬ ডিসেম্বর : সদ্য আইপিএল নিলামে ১৩ বছরেই কোটিপতি হয়ে আলোড়ন ফেলে দিয়েছে বিহারের বৈভব সূর্যবংশী। নিলামের হ্যাংওভারে যে আটকে থাকেনি, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে এশিয়া কাপের ম্যাচেও তার প্রমাণ দিচ্ছে সে। যুব এশিয়া কাপে আগের ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে ৪৬ বলে ৭৬ রান করে দলকে জেতায় বৈভব। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে আরও বিধ্বংসী মেজাজে খেলে ভারতকে ফাইনালে তুলে ম্যাচের নায়ক। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি বৈভবের।
আরও পড়ুন-বিধ্বংসী স্টার্ক, ফিরল গোলাপি আতঙ্কও
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে রবিবার ভারতের সামনে বাংলাদেশ। শ্রীলঙ্কা এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও চেতন শর্মা, যুধাজিৎ গুহ, আয়ুষদের বোলিং বিক্রমে তারা ১৭৩ রানে অলআউট হয়ে যায়। চেতন নেয় ৩ উইকেট। আয়ুষ ও কিরণের ঝুলিতে ২ উইকেট। বাংলার পেসার যুধাজিতের সংগ্রহ ১ উইকেট। জবাবে বৈভবের আগ্রাসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ভারত তুলে ফেলে ৯১ রান। দ্রুততম হাফসেঞ্চুরি করার পর বৈভব ৩৬ বলে ৬৭ রান করে আউট হয়। মারেন ৫টি ছক্কা ও ৬টি বাউন্ডারি। আর বৈভব ফেরার পর বাকি কাজটা সারে মহম্মদ আমন ও কেপি কার্তিকেয়। ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে ফেলে ভারত।