একসঙ্গে ১৪৫টি বাঁদরের মৃত্যু! চাঞ্চল্য এলাকায়

Must read

খাবারের খোঁজে গুদামে হাজির। এরপরেই প্রাণ গেল শতাধিক বাঁদরের। একসঙ্গে ১৪৫টি বাঁদরের (145 monkey deaths) মৃত্যুতে রহস্য বাড়ছে উত্তরপ্রদেশের হাথরসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বাঁদরগুলির।

হাথরসে ফুড কর্পোরেশন অফিসের গুদামের পাশে মাটির নীচ থেকে বাঁদরগুলির দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি উদ্ধার করেছে পুলিশ। গুদামের ভিতরে বস্তা বস্তা গম রাখা ছিল বলে খবর। একসঙ্গে এতগুলি বাঁদরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- মাদারিহাটবাসীকে বিশেষ ধন্যবাদ, কর্মীদের পরিশ্রমকে কুর্নিশ: ৬ কেন্দ্রে তৃণমূলের জয়ের পর অভিষেক

পুলিশ ইতিমধ্যেই খাদ্য নিগমের কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গুদামে রাখা দানাশস্যে যাতে পোকামাকড় না ধরে এবং ইঁদুরের হাত থেকে ওই শস্য বাঁচাতে অ্যালুমিনিয়াম ফসফাইড ছড়ানো হয়েছিল। সেগুলি খেয়ে ফেলায় প্রাণ গিয়েছে বাঁদরগুলির (145 monkey deaths)।

Latest article