প্রতিবেদন : মণিপুরের নৃশংস ঘটনা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এই ঘটনা স্বাধীন ভারতে ঘটতে পারে ভাবতে পারি না। এটা বিজেপির ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত ব্যর্থতা। গত ৪ মে এই ঘটনা ঘটেছে। আজ দু’মাস পরেও দোষীরা ধরা পড়েনি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? গত ৫ ও ৬ মে প্রধানমন্ত্রী কী করছিলেন? কেন্দ্রীয় সরকার মণিপুর সামলাতে ব্যর্থ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সব ছেড়ে দিয়ে এখন মণিপুরের দিকে মন দেওয়া। বাংলায় গত ১২ বছরে এরকম ঘটনা তো কোন ছার, একটা সিঙ্গুর-নন্দীগ্রামও ঘটেনি। বিজেপি যদি মনে করে ধর্মে-ধর্মে বিভেদ ঘটিয়ে ফায়দা লুঠবে তবে সেটা ভুল করছে। এরা অনুরাগ ঠাকুরের মতো বিদ্বেষ ছড়ানো মানুষদের বড় পদ দেয়। যারা দেশের ঘৃণার রাজনীতি করে তাদের সামনের সারিতে রাখে। এই তো ওদের অবস্থা।
আরও পড়ুন-একনজরে একুশের সভার খুঁটিনাটি
এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জেলা থেকে আসা কর্মীদের জন্য থাকা-খাওয়ার বন্দোবস্ত দেখতে আসেন। খোঁজখবর নেন সব ঠিক আছে কি না। এরপর আরও কয়েকটি জায়গা ঘুরে দেখেন তিনি। বলেন, একুশে জুলাই প্রতিবছরই তার নিজের রেকর্ড ভাঙে। এবারও ভিড়ের নিরিখে সর্বকালীন রেকর্ড হবে।