ভারতে বাড়ল আক্রান্ত, মৃত্যুও

শনিবার গোটা দেশে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে অ্যাক্টিভ কেস ও পজিটিভিটির হার।

Must read

প্রতিবেদন : করোনা রুখতে রাজ্য সরকারগুলি একাধিক বিধিনিষেধ জারি করেছে। প্রায় প্রতিটি রাজ্যেই জারি হয়েছে নৈশ কারফিউ। কিন্তু তাতেও কোনওভাবেই সংক্রমণের সংখ্যায় লাগাম পরানো যাচ্ছে না। শনিবার গোটা দেশে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে অ্যাক্টিভ কেস ও পজিটিভিটির হার।

আরও পড়ুন-ভোটমুখী পাঁচ রাজ্যে ২২ জানুয়ারি পর্যন্ত সমস্ত সভা-মিছিল নিষিদ্ধ

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন। শুক্রবারের তুলনায় শনিবার ৪৬৩১ জন বেশি আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪১। গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৬৭ লক্ষেরও বেশি। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক, জম্মু ও কাশ্মীরের মতো কয়েকটি রাজ্য সরকারকে রীতিমতো উদ্বেগে ফেলেছে। ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৮৪ জন। যা মোট আক্রান্তের অর্ধেকেরও কম।

আরও পড়ুন-রাজধানীর ট্র্যাকে পিলার, ধাক্কা খেয়ে থামল ট্রেন

আক্রান্তের পাশাপাশি বেড়েছে পজিটিভিটি রেট। শনিবার গোটা দেশে করোনা পজিটিভিটির হার বেড়ে হয়েছে ১৬.৬৬ শতাংশ। দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে ৪০২ জনের প্রাণ। মৃতের সংখ্যাও শুক্রবারের তুলনায় এদিন বেশ কিছুটা বেড়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২।
এরই মধ্যে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, উপসর্গ না থাকলে অযথা করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। একইসঙ্গে সাধারণ মানুষকে অযথা কোনও ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়তে টিকা ও যথোচিত সতর্কতাই যথেষ্ট।

Latest article