ভারতেও প্রমাণ মিলল ওমিক্রনের, কর্নাটকে দুজনের শরীরে পাওয়া গেল নমুনা

এই প্রথম ভারতে করোনার এই নতুন ভেরিয়েন্টের হদিশ মিলল বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

Must read

ভারতেও এবার করোনার (Corona) নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের (Omicron) দেখা পাওয়া গেল। কর্নাটকের দুজন করোনা আক্রান্তের শরীরে এই মারাত্মক ভেরিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)।

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর

বৃহস্পতিবার, স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কর্নাটকের (Karnataka) দুই রোগীর শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। তাঁদের বয়স ৬৬ এবং ৪৬। দুজনই পুরুষ। গোপনীয়তা রক্ষার জন্য তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হবে না বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন-রাহুল-বিতর্ক উস্কে দিল পাঞ্জাব কিংস

করোনভাইরাসের এই স্ট্রেনের জেরে বিশ্বজুড়ে আশঙ্কা ছড়িয়েছে। ইতিমধ্যেই সতর্ক কেন্দ্রীয় সরকার। বিদেশ থেকে আসা যাত্রীরদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। এই প্রথম ভারতে ওমিক্রন ভেরিয়েন্টের হদিশ মিলেছে।

Latest article