ইতালিতে দেশজুড়ে ডাক্তার নিগ্রহ, তলব সেনাকে

Must read

প্রতিবেদন: বাংলায় চিকিৎসক নির্যাতন নিয়ে যখন বিরোধীরা বিভ্রান্ত করছেন মানুষকে, তখন সুদূর ইতালিতে (Italy) রোগীর প্রিয়জনদের আক্রমণ থেকে বাঁচতে সেনাবাহিনী তলব করতে হচ্ছে হাসপাতালগুলিকে। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে জানা গিয়েছে, জরুরি অস্ত্রোপচারে এক রোগিনীর মৃত্যুর জেরে ডাক্তারদের ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারধর করে প্রায় ৫০ জনের একটি দল। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে হাসপাতালের ডাক্তার, নার্স এবং অন্যান্য চিকিৎসাকর্মীদের জীবন বাঁচাতে সেনা মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ ক্যালেব্রিয়ার শুধু একটি হাসপাতালেই নয়, গোটা ইতালি জুড়ে সংক্রামক ব্যধির মতো ছড়িয়ে পড়ছে হাসপাতালের ডাক্তার- নার্স নিগ্রহের ঘটনা। নার্সদের সংগঠনের পক্ষ থেকে তাই স্থায়ীভাবে হাসাপাতালের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন- ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা! কেন্দ্রের কাছ থেকে এই স্বীকৃতি ছিনিয়ে নেওয়া হল, জানালেন মুখ্যমন্ত্রী

Latest article