প্রতিবেদন: মাথায় হাত ব্যবসায়ীদের। দুশ্চিন্তায় শেয়ারের কারবারিরাও। কেন্দ্রের ভ্রান্ত অর্থনীতির জেরে শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। বুধবার বাজার খুলতেই মাত্র দু-ঘণ্টার মধ্যেই ৭ লক্ষ কোটি টাকা খুইয়ে রীতিমতো মাথায় হাত বিনিয়োগকারীদের। লোকসভা নির্বাচনের ধাক্কা কাটিয়ে একাধিকবার রেকর্ড গড়ছে শেয়ার বাজার। এরপর সবকিছু ঠিকঠাক চললেও বুধবার সকালেই ফের মুখ থুবড়ে পড়ল বিনিয়োগের বাজার। উল্লেখ্য, চলতি মাসেই কেন্দ্রীয় বাজেট ঘোষণা, বিশেষজ্ঞদের মতে বাজেট ঘোষণার পরই ফের শেয়ার বাজার ফুলেফেঁপে উঠতে পারে। এদিন শেয়ার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ৯০০ পয়েন্ট নামে সেনসেক্সের সূচক।
আরও পড়ুন-উত্তরাখণ্ড ছাড়া উপনির্বাচন শান্তিতেই
অন্যদিকে, পাল্লা দিয়ে ২৫৯ পয়েন্ট নেমেছে নিফটিও। স্বাভাবিকভাবেই বাজারের এমন খামখেয়ালিপনায় মাথা খারাপ হওয়ার জোগাড় বিনিয়োগকারীদের। উল্লেখ্য, মঙ্গলবারই সর্বকালীন রেকর্ড গড়ে ৮০,৩১৫-তে থেমেছিল সেনসেক্সের সূচক। কিন্তু বুধবার বাজার খোলার পর তা আরও ১০০ পয়েন্ট বেড়ে নয়া রেকর্ড গড়ে। তবে এরপরই আচমকা পতন ঘটে বাজারে। এদিন সকাল ১১টা নাগাদ ৯০০ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স থামে ৭৯,৪৪৬-তে। পাশাপাশি এদিন পাল্লা দিয়ে নামে নিফটিও। সকালে বাজার খুলতেই মাত্র ২৬ পয়েন্ট বেড়েই আচমকা নিচের দিকে নামতে থাকে বাজার। শেষমেশ ২৪,১৭৩ পয়েন্টে এসে থামে নিফটি। তবে বুধবার এই বড়সড় ধাক্কার জেরে মাত্র ২ ঘণ্টায় ৭.৩৮ লক্ষ কোটি টাকার ক্ষতি হয় বিনিয়োগকারীদের। তার জেরেই রক্তাক্ত হয়ে ওঠে শেয়ার বাজার। তবে এদিন বাজার মুখ থুবড়ে পড়লেও মুনাফার মুখ দেখেছে কিছু শেয়ার।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…