মধ্যপ্রদেশেও বুলডোজারের শাসন!

Must read

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পরে এবার মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) আইনের পথে না হেঁটে কার্যত আইনকে বুলডোজ করছে প্রশাসন (Madhya Pradesh)। অভিযুক্তদের আইনি পথে শাস্তি দেওয়ার বদলে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙাই এখন বিজেপি শাসিত রাজ্যগুলির প্রথা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার, মধ্যপ্রদেশের শাহদোল জেলায় ধর্ষণের অভিযুক্তের বাড়ি ভেঙে দিল পুলিশ (Police)। মহিলা পুলিশকর্মীরাই বুলডোজারের চালকের আসনে বসে অভিযুক্তর বাড়ি ভাঙে। ঘটনাটি ঘটেছে ভূপাল থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে।

এক নাবালিকার গণধর্ষণ মামলায় জড়িত ওই বাড়ির মালিক কৌশল কিশোর চৌবে। এই ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কৌশলকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার। দামোহের রানেহ থানার ইনচার্জ পি কুর্মি অবশ্য জানান, সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে কৌশলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রয়েছে। মূলত অবৈধ নির্মাণের জন্যই তার বাড়ি ভাঙা হয়েছে বলে সাফাই দিয়েছে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে বাড়ি থাকার পরেও কেন এখনই তার বাড়িটা ভাঙতে গেল পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: কোচিতে ফের লকডাউন!

এই ঘটনা থেকে স্পষ্ট বিজেপিশাসিত রাজ্যগুলিতে বুলডোজারের আইন চলছে। সেখানে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এনকাউন্টার করে দেওয়া বা বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার মতো গুন্ডামির রাস্তায় হাঁটছে স্বয়ং পুলিশ। এক্ষেত্রে আইন-আদালতের উপর রাজ্যবাসীর কতটা আস্থা থাকবে সেটাই প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিয়েছে।

Latest article