প্রতিবেদন : রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) স্মরণে তাঁর পূর্ণাঙ্গ মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার একডালিয়া অঞ্চলে প্রয়াত মন্ত্রীর স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাড়ির কাছেই মূর্তি উদ্বোধনে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন নেত্রী। এদিন তিনি একডালিয়া রোডের নাম পরিবর্তন করে রাখেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) সরণি। নিজের রাজনৈতিক অভিভাবককে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুব্রতদার হাত ধরেই ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। যতদিন এই একডালিয়া এভারগ্রিন ক্লাব থাকবে, ততদিন সুব্রতদার নাম সোনার অক্ষরে খোদাই করা থাকবে। তাঁর সংযোজন, সুব্রতদার চলে যাওয়াটা খুব বেদনাদায়ক। আজও মেনে নিতে পারি না। তাঁর স্মৃতিগুলো আমায় সবসময় যন্ত্রণা দেয়।
আরও পড়ুন-সভায় আসার সাহস হল না বিজেপির! হাটে হাঁড়ি ভাঙলেন অভিষেক