স্মৃতিতে জুবিন গর্গ! জন্মদিনে পোস্ট মুখ্যমন্ত্রীর

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে দুর্ঘটনায় প্রাণ হারান জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কিছুটা রয়েছে।

Must read

দু’মাস আগেই স্মৃতির পাতায় নাম লিখিয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। অকালপ্রয়াত সঙ্গীত প্রতিভা জুবিন গর্গের মৃত্যুর পর তাঁর এই প্রথম জন্মদিন আর এই দিনটিকে শ্রদ্ধায় স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ”বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গের জন্মদিনে সকলের মন জুড়ে রয়েছেন তিনি। তাঁর সীমিত জীবনে সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়।”

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে দুর্ঘটনায় প্রাণ হারান জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কিছুটা রয়েছে। নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা সেই নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু সেই সবকিছুর উর্ধ্বে জুবিনের মতো প্রতিভাকে হারানো দেশের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি বলা বাহুল্য।

উল্লেখ্য, অসমের কোকরাঝাড়ে জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে গৌরাঙ্গ নদীর তীরে ৩০ বিঘা জমির ওপর একটি বিশেষ ‘জুবিন গর্গ পার্ক’ তৈরী করা হচ্ছে। শিল্পীর ৫৩তম জন্মদিন উপলক্ষে ১৮ নভেম্বর এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছে বিটিসি। এদিন বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতীকী শ্রদ্ধা হিসেবে ৫৩টি নাহোর গাছের চারা বসানো হবে।

Latest article