কল্যাণ চন্দ্র, বহরমপুর : মুর্শিদাবাদ জেলার সাত পুরসভার ভোট রবিবার। ১৩৫টি ওয়ার্ডে ভোট হবে। মোট ভোটার ৪ লক্ষ ২৮ হাজার ৬২৯ জন। জঙ্গিপুর পুরসভার ২১ ওয়ার্ডে, ধুলিয়ানে ২১, জিয়াগঞ্জ–আজিমগঞ্জে ১৭, মুর্শিদাবাদে ১৬, কান্দিতে ১৮, বেলডাঙায় ১৪ এবং বহরমপুরে ২৮ ওয়ার্ডে পুর নির্বাচন হচ্ছে। মোট ২২৭টি স্থানে ৫৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন-হাওড়ার নির্বাচনের দাবিতে দক্ষিণ হাওড়ায় বিক্ষোভ মিছিল তৃণমূলের
সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা থাকছে। সাত পুরসভার ৪ লক্ষ ২৮ হাজার ৬২৯ জন ভোটারের মধ্যে পুরুষ ২,০৮,৭৩৬ জন এবং মহিলা ২,১৯,৮৮১। তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১২ জন। অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘরামি বলেন, সমস্ত কেন্দ্রে ভোটারদের মাস্ক দেওয়া হবে। জীবাণুমুক্ত করা হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে। নেবেন ২১২৮ জন ভোটকর্মী। বহরমপুর গার্লস কলেজে ডিসিআরসি ব্যবস্থা করা হয়েছে। শনিবার পরিস্থিতি খতিয়ে দেখেন স্পেশাল অবজারভার মুর্শিদাবাদ জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক।