বিজেপির বিরোধিতায়

Must read

আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে পথে নামতে চলেছেন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা। তবে, এই নেতারা সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও বিজেপির বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রচার চালাবেন। সম্প্রতি বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল, আন্দোলনরত কৃষক নেতারা যেন উত্তরপ্রদেশের নির্বাচনী ময়দানে অবতীর্ণ হন। ঘটনার জেরে সম্প্রতি বৈঠকে বসে সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্ব। সেখানেই ঠিক হয় কোনও পরিস্থিতিতেই তাঁরা নিজেদের অরাজনৈতিক তকমা হারাবেন না। তাঁরা বাংলার মতো উত্তরপ্রদেশেও বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আবেদন করবেন। রাজ্যের গ্রাম-শহর সর্বত্রই তাঁরা বিজেপির বিরুদ্ধে পথসভা বা ছোটখাটো জনসভা করবেন। তবে তাঁরা কোনওভাবেই অন্য কোনও দলকে ভোট দেওয়ার অনুরোধ করবেন না।

আরও পড়ুন-শিশুর দেহ উদ্ধার

Latest article