প্রতিবেদন: রাজ্যে বিধানসভা নির্বাচনে পালাবদল হওয়ামাত্রই বেলাগাম লক্ষ্মীলাভ। অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) পরিবার গত ৭ দিনে ১ হাজার ২২৫ কোটি টাকা অতিরিক্ত আয় হয়েছে। চন্দ্রবাবুর পরিবারের পরিচালনাধীন হেরিটেজ ফুডসের শেয়ার ৩ থেকে ১০ জুনের মধ্যে মাত্র ১২টি ট্রেডিং সেশনে ১০৫ শতাংশের বেশি মূল্য বেড়েছে। ২৩ মে বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধের সময় হেরিটেজ ফুডসের শেয়ারের দাম ছিল ৩৫৪ টাকা ৫০ পয়সা। ৩ জুন থেকে শেয়ারটির বাজারদর লাফিয়ে বাড়তে থাকে। ১০ জুন পর্যন্ত প্রতিটি শেয়ারের দাম পৌঁছে যায় ৭২৭ টাকা ৯০ পয়সায়। এই কোম্পানিতে চন্দ্রবাবু নাইডুর পরিবারের ৩৫.৭১ শতাংশ অর্থাৎ ৩,৩১,৩৬,০০৫টি শেয়ার রয়েছে। চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ হেরিটেজ ফুডস-এর অন্যতম এক অংশীদার। ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত তাঁর ১০.৮২% অংশীদারিত্ব রয়েছে।
আরও পড়ুন- দক্ষিণে জারি অস্বস্তি, উত্তরে চলছে বৃষ্টি
এই কোম্পানির অন্যান্য প্রমোটারদের মধ্যে রয়েছেন চন্দ্রবাবু নাইডুর স্ত্রী ভুবনেশ্বরী নারা এবং নাতি দেবাংশ নারা। তাঁদের শেয়ার রয়েছে যথাক্রমে ২৪.৩৭ শতাংশ এবং ০.০৬ শতাংশ। চন্দ্রবাবুর (Chandrababu Naidu) পুত্রবধূ নারা ব্রাহ্মণী হেরিটেজ ফুডসে ০.৪৬ শতাংশ অংশীদারিত্বের অধিকারী। হেরিটেজ ফুডস-এর শেয়ারের দাম বৃদ্ধির কারণে ভুবনেশ্বরী নারার সম্পদ ১৬৩১.৬ কোটি এবং নারা লোকেশের সম্পদ ৭২৪.৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। হেরিটেজ ফুডস থেকে চন্দ্রবাবু নাইডুর পরিবারের ক্রমবর্ধমান সম্পদ এখন মোট ২,৩৯১ কোটি টাকায় পৌঁছেছে। কোম্পানিটি ভারতের শীর্ষস্থানীয় ভ্যালু-অ্যাডেড এবং ব্র্যান্ডেড দুগ্ধজাত দ্রব্য কোম্পানিগুলোর মধ্যে একটি এবং এর সহায়ক সংস্থা হেরিটেজ নিউট্রিভিট লিমিটেড (এইচ এন এল)-এর মাধ্যমে গবাদি পশুর খাদ্য ব্যবসায় যুক্ত৷ দেশ জুড়ে ১১টি রাজ্যের ১৫ লক্ষের বেশি পরিবার এর দুধ এবং দুগ্ধজাত দ্রব্য ব্যবহার করে।