প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে ছিল চা-বাগান চত্বরে। খবর পেয়ই বনদফতরের তরফে নেওয়া হয় ব্যবস্থা। চিতাবাঘ ধরতে এলাকাজুড়ে পাতা হয় জাল। অবশেষে রবিবার গাঠিয়া চা-বাগান থেকে খাঁচাবন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। সেখানকার কেডি-টু সেকশনে একটি মাঝবয়সি চিতাবাঘ খাঁচায় আটকা পড়ে।
আরও পড়ুন-বেহাল মাঠে বাংলা, আজ সামনে দমন ও দিউ
ওই চিতাবাঘ খাঁচায় ধরা পড়ার ফলে ওই বাগানটির শ্রমিক মহলে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। বনদফতরের খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, ‘চিতাবাঘটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’ গাঠিয়া চা-বাগানের ম্যানেজার নবীন মিশ্র বলেন, ‘বাগানে আরও চিতাবাঘ রয়েছে বলেই অনুমান। বন দফতরকে ফের খাঁচা পাতার অনুরোধ জানানো হয়েছে।’ এর আগে গত ডিসেম্বরে গাঠিয়ার ওই সেকশনেই কাজের সময় লক্ষ্মী ওরাঁও ও শুভম ওরাঁও নামে দুই শ্রমিক একদিনেই চিতাবাঘের হামলায় জখম হয়েছিলেন। তারপর থেকেই সেখানে আতঙ্ক ছড়ায়। বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়। অবশেষে এদিন সাফল্য মেলে।