স্বল্প সঞ্চয়ে সব রাজ্যের নিরিখে সর্বকালীন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ, আবার শীর্ষে বাংলা

সরকারি পরিসংখ্যান বলছে, গত আর্থিক বছরে বাংলা থেকে স্বল্প সঞ্চয় খাতে মোট আদায় হয়েছে প্রায় ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা।

Must read

প্রতিবেদন : ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের বাকি রাজ্যগুলিকে টেক্কা দিয়ে এক নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। সেই সঙ্গে জমার নিরিখেও সর্বকালীন রেকর্ড গড়েছে বাংলা। ২০২১-’২২ আর্থিক বছরে বাংলা থেকে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৯৯১ কোটি টাকা জমা পড়েছে সরকারের কোষাগারে। ডাকঘর সূত্রে দাবি, এ-রাজ্য থেকে স্বল্প সঞ্চয় খাতে এই বিপুল অঙ্কের টাকা অতীতে কখনও জমা পড়েনি। সব রাজ্যের নিরিখেও এটা সর্বকালীন নজির।

আরও পড়ুন-যাত্রীর গায়ে প্রস্রাব নিয়ে মুখ খুললেন টাটা সন্সের চেয়ারম্যান

সরকারি পরিসংখ্যান বলছে, গত আর্থিক বছরে বাংলা থেকে স্বল্প সঞ্চয় খাতে মোট আদায় হয়েছে প্রায় ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে প্রায় এক লক্ষ কোটি টাকা আগে কেনা প্রকল্পগুলির মেয়াদ শেষের পর গ্রাহকদের মিটিয়ে দেওয়া হয়েছে। সেই অঙ্ক বাদ দিলে নিট আদায় হয়েছে ২৮ হাজার ৫৪৯ কোটি টাকা। এই মোট জমা এবং নিট আদায় দুটি ক্ষেত্রেই বাকি রাজ্যগুলিকে টেক্কা দিয়ে এক নম্বরে আমাদের বাংলা। দুই খাতে জমার অঙ্ক মিলিয়ে বাংলার পর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখান থেকে মোট আদায় হয়েছে প্রায় ৯৫ হাজার ১৮৯ কোটি টাকা এবং নিট আদায় ১৮ হাজার ৩৯৭ কোটি টাকা। তবে শুধু নিট আদায়ের দৌড়ে আবার উত্তরপ্রদেশকে পিছনে ফেলেছে মহারাষ্ট্র। তারা উঠে এসেছে দু’নম্বরে। তাদের জমার অঙ্ক ২২ হাজার ৫৬৭ কোটি টাকা।

আরও পড়ুন-হেরে বার্সেলোনার কাছে পিছিয়ে পড়ল রিয়াল

এর ঠিক আগের বছর বা ২০২০-’২১ অর্থবর্ষে বাংলা থেকে স্বপ্ল সঞ্চয় বাবদ জমা পড়েছিল প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। এর আগের তিন বছরে সেই অঙ্ক ছিল যথাক্রমে ১ লক্ষ ৪ হাজার, ৮৩ হাজার এবং ৭৭ হাজার ৭০০ কোটি টাকা। তবে এর জন্য অনেকেই ব্যাঙ্কগুলির ভূমিকাও দেখতে পাচ্ছেন। ব্যাঙ্কের বিভিন্ন আমানতে কেন্দ্রীয় সরকার সুদের হার যেভাবে কমিয়ে চলেছে তাতে অনেকেই স্বল্প সঞ্চয়ের দিকে ঝুঁকছেন বলেই মনে করা হচ্ছে। কোভিডের পর কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার এই সাফল্য নিশ্চিতভাবে যুগান্তকারী।

Latest article