উত্তরপ্রদেশে নির্বাচন আবহে ফের সাম্প্রদায়িক মন্তব্য যোগীর

Must read

নাম না করে আসাদউদ্দিন ওয়েইসিকে কটাক্ষ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। তিনি বলেন, ‘‘বিরোধীদের ‘গজওয়া-ই-হিন্দ’–এর স্বপ্ন পূরণ হবে না। ভারত চলবে সংবিধান দিয়ে, শরিয়ত আইন দিয়ে নয়।’’

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে একটি সাক্ষাৎকার যোগী তিনি বলেন, ‘‘এই ভারত নয়া ভারত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীর পরিচালিত ভারত। এই নতুন ভারতে উন্নয়নই লক্ষ্য। এখানে কোনও রকম স্বজনপোষণের জায়গা নেই। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য সবার উন্নয়ন, সবার বিশ্বাস অর্জন করা। নয়া ভারত চলবে সংবিধান দিয়ে, শরিয়ত দিয়ে নয়।’’

আরও পড়ুন – অর্জুনের ঘনিষ্ঠ আত্মীয়রা তৃণমূলে

একই কথা আবার নিজের টুইটার হ্যান্ডল থেকেও পোস্ট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সাক্ষাৎকারে আবার কর্নাটক রাজ্যে চলা হিজাব-বিতর্ক নিয়েও মন্তব্য করে তিনি জানান, স্কুল কলেজে একই পোশাক সবার পরা উচিত। আর গেরুয়া চাদর ব্যবহারেও কাউকে জোরাজুরি করা উচিত নয়। করাও হয় না। তিনি বলেন,‘‘যখন কেউ প্রতিষ্ঠান নিয়ে কথা বলবেন, সেই প্রতিষ্ঠানের প্রতিটি নীতিও তাঁর মেনে চলা উচিত। তেমনি জাতীয় ক্ষেত্রের নীতি পরিচালিত হয় দেশের সংবিধান দিয়ে। অন্য কিছু নয়।’’ এই প্রসঙ্গ নিয়ে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকেও কটাক্ষ করেন যোগী। মিম নেতার ‘‘হিজাব পরা মেয়েই দেশের প্রধানমন্ত্রী হবে’’ মন্তব্য প্রসঙ্গে যোগী বলেন, ‘‘দেশের প্রত্যেক মহিলার স্বাধীনতা ও অধিকার রক্ষা বিজেপি সরকারের উদ্দেশ্য। এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী মোদী তিন তালাক বন্ধ করেছেন। আমরা নিশ্চিত করতে চাই, শরিয়তি আইন দিয়ে দেশ চলবে না।’’ যোগীর এই মন্তব্য সাম্প্রদায়িক বলে মনে করছে বিরোধী রাজনৈতিক মহল।

Latest article