নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বিজেপি বিরোধী ঐক্যের ছবি উঠে এল সোমবার সংসদ ভবনে রাষ্ট্রপতি পদে যশোবন্ত সিনহার মনোনয়ন পেশ কর্মসূচিকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের সম্মিলিত প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। এছাড়াও ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, টিআরএসের কেটি রামারাও, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা সহ অন্যান্য বিরোধী নেতা, সাংসদ, বিধায়করা। দিনে দিনে সমর্থন বাড়ছে বিরোধী শিবিরের।
আরও পড়ুন-মারাদোনার বিশ্বকাপ জয়ের জার্সি নিলামে
তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিও সমর্থন জানিয়েছে যশোবন্ত সিনহাকে। মনোনয়ন পেশ পর্বে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, ডি রাজা, থিরুচি শিবা, মিসা ভারতী সহ মোট ১৬টি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ও বিধায়ক তাপস রায়। মনোনয়ন পেশের আগেই টিআরএসের সমর্থন পেয়েছেন যশবন্ত সিনহা। মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেটি রামারাও। মনোনয়ন পেশের আগে সংসদ ভবনের বাইরে যশোবন্ত সিনহাকে সংবর্ধনা দেন বিরোধীরা। উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-দেশরক্ষাই এখন স্টাখোভস্কির ‘উইম্বলডন’
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী নেতারা। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এটা দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, এ হল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার লড়াই। এটা আদর্শের লড়াই। কংগ্রেস, ডিএমকে, সিপিএম সবাই আমাদের প্রার্থীকে সমর্থন করেছেন। এদিন সংসদ ভবনে জাতির জনক মহাত্মা গান্ধী এবং সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান যশোবন্ত সিনহা।